অধিকাংশ মানুষেরই ধারণা স্তন ক্যানাসর শুধু মেয়েদেরই হয়। কিন্তু এই ধারণা যে ভুল তা বোঝার সময় এসেছে। মহিলাদের মতো পুরুষরাও ভুগতে পারেন স্তন ক্যান্সারে।

যদিও পুরুষদের শরীরে স্তনের টিস্যু থাকে অল্প পরিমাণে। কিন্তু তাতেও হতে পারে বিপদ। কর্কট রোগে আক্রান্ত হতেই পারেন পুরুষ। পৃথিবীতে যত স্তন ক্যানসার ধরা পড়ে তার ১ শতাংশই হয় পুরুষের। এবং তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই শুরু থেকেই সাবধনতা প্রয়োজন।

পুরুষরা কীভাবে বুঝবেন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন কিনা? স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের লক্ষণ হতে পারে। স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার।

স্তন ক্যানসারের আশঙ্কা আছে কি না বুঝতে ‘বিআরসিএ’ পরীক্ষা করাতে হয়। এটি একটি জিনগত পরীক্ষা। পরীক্ষার ফল যদি পজিটিভ আসে তবে অবশ্যই তাঁর সতর্কতাঁর প্রয়োজন রয়েছে। কিন্তু পজিটিভ এলেই যে সেই ব্যক্তি স্তন ক্যানসারে আক্রান্ত হবেন, এমন নয়। কিন্তু তাঁর ওন্যান্যদের থেকে অবশ্যই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here