দুরন্ত মেজাজে রয়েছে ইন্টার কাশি। আই লিগ অভিযানের শুরুতে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু’কে হারিয়ে ভাল জায়গায় রয়েছে আন্তনিও হাবাসের দল। এই পরিস্থিতিতে আগামী রবিবার দিল্লি এফসি’র বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ। কল্যানীতে আয়োজিত এই ম্যাচে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য হাবাস ব্রিগেডের।
রবিবার দিল্লির বিরুদ্ধে নামার আগে শনিবার সাংবাদিকদের সামনে বেশ খানিকটা খোশমেজাজে দেখা যায় কোচ হাবাস’কে। আসন্ন ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না, তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তিনি। এ দিন সাংবাদিকদের সামনে তিনি বলেন, “দিল্লির দল যথেষ্ট শক্তিশালী। আসন্ন ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। তবে এ সব নিয়ে বেশি ভাবছি না প্রত্যেকটি ম্যাচ জেতাই আমাদের প্রধান লক্ষ্য।” যদিও নামধারী এফসি’র বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করার পর ইন্টার কাশির মতো দলকে হারানো মোটেই সহজ হবে না, এমনটা মানছেন দিল্লি এফসি’র সুপ্রিমো ইয়ান ল।সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “ইন্টার কাশির মতো দলের বিরুদ্ধে জেতা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে ওরা দুরন্ত জয় পেয়েছে।” কিন্তু প্রথম ম্যাচে জয় না পেলেও হাবাস ব্রিগেড’কে আটকাতে তৈরি দিল্লি। ইন্টার কাশি’র বিরুদ্ধে নামার আগে হুঁশিয়ারি দিয়ে কোচ ইয়ানের মূল্যায়ন, “আমরা হোম ওয়ার্ক করেই মাঠে নামবো।”