জ্যোতিষশাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের ভুল করেও কিছু জিনিস অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিৎ নয়। এসব শেয়ার করলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়। পাশাপাশি স্বামীর প্রতি ভালবাসা কমতে শুরু করে।
জ্যোতিষশাস্ত্রে, বিবাহিত মহিলাদের পরামর্শ দেওয়া হয় যে তারা তাদের চুড়ি এবং নুপূর কারও সঙ্গে শেয়ার করবেন না। নিজের এইসব জিনিস কাউকে দিলে বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তাই ভুল করেও নুপূর ও চুড়ি শেয়ার করবেন না।
নিজের দাম্পত্য জীবন সুখী করতে চাইলে আপনার কাজল অন্য কাউকে দেবেন না। আপনি যদি আপনার কাজল অন্য কোনও মহিলাকে দেন তাহলে আপনার স্বামীর প্রতি ভালবাসা কমতে শুরু করবে। এছাড়া দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদের সম্ভাবনাও বেড়ে যায়।
সনাতন ধর্মে সিঁদুর বিবাহের লক্ষণ। সিঁদুদান করেই বিয়ে সম্পন্ন হয়। তাই বিবাহিত নারীরা প্রতিদিন সিঁদুর পরেন। এতে স্বামীর আয়ু দীর্ঘ হয়, সৌভাগ্যও আসে। এর জন্য বিবাহিত মহিলাদের ভুল করেও অন্য কারও সিঁদুর পরা উচিৎ নয়। করলে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।