যৌথবাহিনীর দমন অভিযানের মধ্যেই ছত্তীসগঢ়ে প্রত্যাঘাত করল মাওবাদী গেরিলা বাহিনী। বিজেপি নেতাকে ঘর থেকে টেনে বার করে ঝুলিয়ে দিল তারা। যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের চরদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ছড়িয়ে দিল লিফলেট।

মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফরসেগঢ় থানার অন্তর্গত সোমনপল্লী গ্রামে। নিহত বিজেপি নেতার নাম কুদিয়াম মাঢ়ো (৩৫)। জনজাতি গোষ্ঠীর ওই নেতা বিজেপির জেলা কৃষক সংগঠনের সহ-সভাপতি ছিলেন। খুনের পর ছড়ানো লিফলেটে মাওবাদীরা জানিয়েছে, মাঢ়ো পুলিশের চর ছিলেন। তাই এই শাস্তি।

ছত্তীসগঢ়ের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা মহেশ গাগদা বুধবার জানান, চলতি বছর নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা ‘পিপল্‌স লিবারেশন গেরিলা আর্মি’ (পিএলজিএ) অন্তত ৬০ জন গ্রামবাসীকে খুন করেছে! মাওবাদী উপদ্রুত বস্তার ডিভিশনের বিভিন্ন জেলায় লোকসভা ভোটের পর থেকেই মাওবাদী দমন অভিযান শুরু করেছে কেন্দ্রীয় আধাসেনা এবং ছত্তীসগঢ় পুলিশের যৌথবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here