নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস পড়ল খাদে। ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিতরে এখনও কিছু যাত্রী আটকে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে। বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে সোমবার সকালে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে যে  ভিডিও তারা প্রকাশ করেছে দেখা গিয়েছে,  পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। বাসের অধিকাংশ অংশই তুবড়ে গিয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে রয়েছে পুলিশও।

আলমোড়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক বিনীত পাল বলেন, ‘‘১৫ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।’’ এএনআই আলমোড়ার জেলা দুর্যোগ কন্ট্রোল রুমকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত। তবে অন্যান্য় সংবাদমাধ্যমে আরও বেশি মৃত্যুর কথা জানানো হয়েছে।

গাড়োয়াল থেকে কুমায়ুনের দিকে বাসটি যাচ্ছিল। ২০০ মিটার গভীর খাদে সেটি পড়ে গিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here