অপরিকল্পিত ভাবে জল ছাড়ছে ডিভিসি। সেই জন্যই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার পাতার সেই চিঠিতে ডিভিসির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন তিনি।

মমতা চিঠিতে লিখেছেন, ‘‘ডিভিসি পরিচালিত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে অপরিকল্পিত ভাবে পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ার মানুষ বিপর্যস্ত। এত জল ডিভিসি আগে কখনও ছাড়েনি। নিম্ন দামোদর এবং সংলগ্ন এলাকা বন্যায় ভেসে গিয়েছে। ২০০৯ সালের পর এমন বন্যা আর কখনও হয়নি।’’

তাঁর আরও সংযোজন, ‘‘আমি নিজে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখে এসেছি। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা ‘ম্যান মেড’ বন্যা। ডিভিসি আরও পরিকল্পিত ভাবে বাঁধ এবং জলাধারগুলি নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত। ক্ষয়ক্ষতিও কমানো যেত।’’

বৃহষ্পতিবারই বন্যা কবলিত এলাকা ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রেগে গিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছেন ডিভিসি যদি জল ছাড়া বন্ধ না করে তাহলে তাদের সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন করা হবে। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে আমি নিজে ফোনে কথা বলেছিলাম। তার পরেও ১৭ তারিখ থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমাগত বেড়েছে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here