বিগত কয়েকদিনের অতি বৃষ্টি এবং ডিভিসি’র জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বুধবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিতে বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনি। জানিয়েছেন এই বন্যা ‘ম্যান মেড’।
বুধবার হুগলির পুরশুড়া ব্লকের বন্যা কবলিত পরিস্থিতি দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখান জানিয়েছেন, কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা আঙুল তুলেছেন ডিভিসি-র দিকেও। তিনি বলেন, ‘‘সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এত জল এর আগে ছাড়া হয়নি।’’ তাঁর সংযোজন, ‘‘যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি? কেন্দ্র ‘ড্রেনেজ’ করে না। নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে। আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে?’’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘পরিকল্পিত ভাবে বাংলাকে ডুবিয়েছে।’’
দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা। পুরশুড়ার বেশ কিছু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে। তারকেশ্বরের একাধিক গ্রাম জলের তলায়। মানুষ তো বটেই, জলের তলায় ছলে গিয়েছে হাজার হাজার বিঘা চাষের জমি। বৃহস্পতিবার মেদিনীপুরের ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মমতা।