senior citizen savings scheme

যারা ঝুঁকির ভয়ে ব্যাঙ্কে টাকা রাখতে চান না তাদের জন্য একেবারে নিশ্চিত প্রতিষ্ঠান হল পোস্ট অফিস। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অনেকেরই বেশ পছন্দের। পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে ৮.২% হারে সুদ দেয়। স্কিম যেহেতু পোস্ট অফিসের, তাই ভবিষ্যতে আর্থিক ক্ষতির কোনও সম্ভাবনা নেই।
এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের। তাই নিশ্চিন্তে এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব। আপনি যদি পোস্ট অফিস স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি কাছাকাছি যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।
সিনিয়র সিটিজেন স্কিম নিতে হলে বয়স ৬০ বছর বা তার বেশি হলে খুব ভাল হয়। তবে যদি এমন হয় যে আপনার বয়স ৫৫ বছরের বেশি কিন্তু ৬০ বছরের কম, অথচ আপনি অবসর নিতে চলেছেন, তাহলেও এই স্কিমের সুবিধা পাওয়া যায়। এই স্কিমটি ৫ বছরে ম্যাচিওর হয়। মেয়াদপূর্তির পর ৩ বছরের জন্য বৃদ্ধিও করাযায়। এছাড়া এতে কর সুবিধাও পাওয়া যায়। আয়করের ধারা 80C এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড় পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here