১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। চলতি বছর ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করবে ভারতবাসী। আর ভারত যেদিন থেকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। এই বিশেষ দিনে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন করা হয়।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুল, কলেজেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে আপনি কিন্তু আপনার শিশুকে পতাকার রঙয়ের খাবার তৈরি করে দিতে পারেন। যা কিন্তু তাদের মনে দেশপ্রেম ক্রমশ বাড়িয়ে দিতে পারে।

তেরঙ্গা রঙের সিঙ্গারা

আপনার সন্তান কি আপনি তেরঙ্গা রঙের সিঙ্গারা বানিয়ে দিতে পারেন। একটি মশলাযুক্ত আলু, টম্যাটো কেচাপ দিয়ে সিঙ্গারা আপনার সন্তানকে দিতে পারেন। সবুজ, সাদা, জাফরান দিয়ে তৈরি করতে পারেন। শুধু দেখতে নয়, স্বাদেও অসাধারণ নয়।

কচুরি

এই বিশেষ দিনে আপনি আপনার সন্তানকে তেরঙার রঙের কচুরি বানিয়ে দিতে পারেন। যার স্বাদ কিন্তু অসাধারণ। ৩ রঙের চাটনি দিয়ে খেতে পারেন। সেই সঙ্গে তাদেরকে কিন্তু তিন রঙের চাটনি দেবেন। এই প্রজাতন্ত্র দিবস কিন্তু তারা সারা বছর মনে রাখবে।

মিষ্টি

এই বিশেষ দিনে শিশুদের অবশ্যই বাড়িতে মিষ্টি তৈরি করে খাওয়ান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তেরঙ্গা রঙের মিষ্টি খুব পছন্দ করবে তারা। তাদের বরফি, রসগোল্লা, গোলাপ জামুন দিয়ে তেরঙ্গা রঙয়ের মিষ্টি বানিয়ে তাদেরকে খাওয়াতে পারেন আপনি।

স্যান্ডউইচ

আবার স্যান্ডউইচও বাচ্চাদেরকে দেওয়া খুব ভালো। এতে তাদের পেটও ভরবে এবং শরীরের জন্য ভালো। স্যান্ডউইচ কিন্তু এবার আপনি তেরঙ্গা স্যান্ডউইচ বাড়িতে বানাতেই পারেন। সাদা রুটির ওপরে সবুজ ও কমলা রঙের চাটনি লাগিয়ে আপনি কিন্তু স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন।

কুকিজ

সব বাচ্চারাই কুকিজ খেতে ভীষণ পছন্দ করে। তাই আপনি এবার আপনার শিশুকে এই পতাকার রঙয়ের বানিয়ে দিতে পারেন। এটি দেখতেও খুব সুন্দর লাগবে। আবার খেতেও বেশ ভালো লাগবে। যা খেতে পছন্দ করবে আপনার সন্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here