বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার চণ্ডীপাঠ না শুনলে মনেই হয় না দুর্গাপুজো এসেছে। আর রাত পোহালেই সেই বিশেষদিন যেদিন সারা বিশ্বের আপামর বাঙালির ভোর হবে ‘আশ্বিণের শারদপ্রাতে…’ শুনে। এই কণ্ঠ আজও মানুষের শিরায় শিরায় শিহরণ জাগায়। এই আবহে নয়া উদ্যোগ নিল জিও সিনেমা বাংলা।

জিও সিনেমা বাংলার সঙ্গে ২ অক্টোবর ভোর ৪টেয় শুনুন ‘মহিষাসুর মর্দিনী’ ও সঙ্গে সহজ বাংলায় দেখে নিন সমস্ত শ্লোকের সরলীকৃত অর্থ। জিও সিনেমা এবং কালার্স বাংলাপ সহযোগিতায়, এই উদ্যোগের মূল কাণ্ডারি বিখ্যাত পণ্ডিত শ্রী শিবাশিস বন্দ্যোপাধ্যায়।

এই প্রথমবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠের সঙ্গে প্রাচীন শ্লোকগুলির সরলীকৃত ব্যাখ্যা দেখা যাবে পর্দায়। এই নতুন উপস্থাপনার মাধ্যমে, ‘মহিষাসুরামর্দিনী ২০২৪’ আপনার ডিভাইসে শুধু পরিচিত সুরই আনবে না বরং একটি নতুন ভিজ্যুয়াল পরিপ্রেক্ষিতও দেবে যা প্রজন্মের মধ্যে ব্যবধান দূর করে। ‘চণ্ডীপাঠ’-এর মন্ত্রগুলিকে পর্দায় পাঠযোগ্য মাধ্যমে সহজ বাংলায় ব্যাখ্যা করা হবে, যাতে এর গভীর আধ্যাত্মিক সারমর্ম সকলকে স্পর্শ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here