ভারত-বিরোধী পোস্টকে সমর্থন করেছিলেন এক বাংলাদেশি ছাত্রী। সশ্যাল মিডিয়ায় তাই দিয়েছিলেন ‘লাভ’ রিঅ্যাক্ট। তাতেই হল সমস্যা। ভারত বিরোধী পোস্টে লাভ রিঅ্যাক্ট দেওয়ার মাশুল গিসাবে দেশে পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশি ছাত্রীকে। এই ঘটনা ঘটেছে অসমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।
ওই বাংলাদেশি তরুণী শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি’র ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের পড়ুয়া। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারত বিরোধী পোস্টে ‘লাভ’ রিঅ্যাক্ট দিয়ে সমর্থন জানান তিনি। সোমবার তাঁকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। যদিও কাছাড় পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীকে মোটেই বহিষ্কার করা হয়নি, বরং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তাঁকে দেশে পাঠানো হয়েছে।
অই ছাত্রী দ্বিতীয় বর্ষে পাঠরতা। তবে কি বাকি পরীক্ষাগুলি দিতে আবার ভারতে ফিরবেন তিনি? এ বিষয়ে পুলিশের মন্তব্য, এখনই কিছু বলা যাচ্ছে না। ফিরবেন কি ফিরবেন না, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এই মুহূর্তে এনআইটি শিলচরে পড়াশোনা করা ৭০ জন বাংলাদেশি ছাত্রছাত্রীকে কোনওরকম ভারত-বিরোধী কর্মসূচিতে সমর্থন ও মতপ্রকাশ করতে নিষেধ করা হয়েছে।