সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। তাঁর গোটা জীবনটাই যেন আদর্শের এক খোলা বই। সাফল্যের শিখরে পৌঁছেও কীভাবে মাটিতে পা টিকিয়ে রাখতে হয়, দশের জন্য ভাবতে হয় তা রতন টাটাকে দেখেই শেখা উচিৎ। তাঁর বলা কয়েকটি উদ্ধৃতিই বদলে দিতে পারে আমার-আপনার জীবন।

লোহাকে কেউ বিনষ্ট করতে পারে না, তার নিজের মরচে ছাড়া। একইভাবে একজন মানুষকেও তাঁর চিন্তাধারা ছাড়া কিছু ধ্বংস করতে পারে না।

তোমার দিকে ছোড়া পাথরগুলি সংগ্রহ কর এবং তা দিয়েই ইমারত তৈরি কর।

জীবনে ওঠা-পড়া খুব জরুরি, কারণ ইসিজিরও সোজা রেখা বোঝায় যে আমরা জীবিত নেই।

যদি দ্রুত এগোতে চাও, তবে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও, তবে সকলকে নিয়ে চলো।

নেতৃত্ব মানে কোনও কিছুর দায়িত্ব পাওয়া নয়, তোমার অধীনে থাকা সকলের দেখভাল করাই আসল নেতৃত্ব।

কোন পদে রয়েছো, তা সাফল্যের মাপকাঠি নয়। বাকিদের উপরে তোমার কী প্রভাব, তা দিয়ে বিচার করা হয়।

আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমি প্রস্তুতি ও কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখি।

সহানুভূতি ও দয়াবোধ একজন নেতার সবথেকে বড় শক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here