মনুষ্যমননে বিশ্বাস যে শিবরাত্রিতে মহাদেবের আরাধনা করলে তাঁর মতো বর পাবে। একথা সত্যি, যে অধিকাংশ মানুষই শিবের মতোই বর চায়। মহাদেবের জীবন থেকে অনেক কিছু শেকঝার আছে। বিশেষত, বিবাহিত মানুষেরা শিবশম্ভূর থেকে অনেক কিছুই শিখতে পারেন। গৃহস্থরা কী কী শিখতে পারেন শিবের থেকে সে বিষয়ে আসুন একটু আলোচনা করা যাক।
শিবের অপর নাম অর্ধনারীশ্বর। অর্থাৎ তাঁরোর্ধ রূপ পুরুষের, অর্ধ নারীর। এর থেকে বলা যায় শিব বুঝিয়ে দিয়েছেন সৃষ্টিতে নারী-পুরুষ উভয়েরই প্রয়োজন রয়েছে, উভয়েই সমান।
শিব-পার্বতীর প্রেম অত্যন্ত শিক্ষণীয়। ভস্মমাখা সাপের পৈতা পরিহিত শিবকে ভালবেসে বিয়ে করেছিলেন পার্বতী।ভালবাসার কাছে বিত্ত নগন্য, দরকার শুধু প্রেম। তাই সব মেয়েই চান তাঁর স্বামী ভোলানাথের মতো প্রেমময়, স্নেহশীল হন।
পরিবারকে একত্রে রাখতে শেখান শিব। শিবের গলায় সাপ রয়েছে। শিব পুত্র গনেশের বাহন আবার ইঁদুর। যেখানে সাপের প্রিয় খাদ্য ইঁদুর সেখানে সাপ, ইঁদুরেরশান্তপূর্ণ সহাবস্থান চোখে পড়ে।