
১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে ২০২৫ সালের বাজেট। এই নিয়ে অষ্টমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করতে চলেছেন। এই কেন্দ্রীয় বাজেটটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ আর্থিক বাজেট। স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালের ২৬ নভেম্বর তৎকালীন অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টির হাত ধরে। ইউনিয়ন বাজেট বরাবরই রঙীন। অতীতের একাধিক বাজেট হয়ে উঠেছিল আকর্ষণীয়। তাই প্রাক-বাজেট পেশ মুহূর্তে দেখে নেওয়া যাক এই সম্পর্কে কিছু অজানা তথ্য।
ইন্দিরা গান্ধির পরে দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। ১৯৭০-৭১ সাল পর্যন্ত ইন্দিরার হাতেই ছিল অর্থমন্ত্রক।
ভারতের প্রথম বাজেট পেশ হয় ১৮৬০ সালে। সেই বাজেট পেশ করেছিলেন স্কটল্যান্ডের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ জেমস উইলসন।
স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালে ২৬ নভেম্বর তৎকালীন অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টির হাত ধরে।
১৯৫৮ থেকে ১৯৫৯ পর্যন্ত অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
বাজেট পেশ যে ইংরেজিতে হয় তা তো কম বেশি সবাই জানেন। তবে ছাপা হয় কিন্তু হিন্দি ও ইংরেজিতে। ১৯৫৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেট ছাপাটাও ইংরেজিতেই হত। কংগ্রেসের আমলে প্রথম ইংরেজির পশাপাশি হিন্দিতেও বক্তব্য ছাপা হয়।
বাজেট পেশের একটি নির্দিষ্ট দিন স্থির ছিল বরাবরই। স্বাধীনতার পরে ভারত যখন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিল তখনই ঘটে গিয়েছিল এক বিপত্তি। ১৯৫০ সালেই বাজেট পেশের আগেই ফাঁস হয়ে গিয়েছিল কেন্দ্রীয় বাজেট। সেই সময় পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে ছাপা হত বাজেট। ফলে সেখান থেকেই ফাঁস হয়ে গিয়েছিল বাজেট। ফলে পরের বছর থেকে অন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি ভবন থেকে এবার বাজেট ছাপা হতে থাকে দিল্লির মিন্টো রোডে সরকারি ছাপাখানায়। ১৯৮০ সালে নর্থ ব্লকে সরকারি ছাপাখানা তৈরিই করে ফেলা হয়।
১৯৬২ থেকে ১৯৬৯, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তিনি মোট ১০ বার বাজেট পেশ করেছেন।
বাজেট ঘাটতি কথাটির সঙ্গে সকলেই পরিচিত। ১৯৭৩-৭৪ অর্থবর্ষে বাজেট ঘাটতি ছিল ৫৫০ কোটি টাকা। তাই সেই বছরের বাজেটকে বলা হয় কালো বাজেট।
২০১৪ সালে অর্থমন্ত্রী অরুণ জেটলি আড়াই ঘণ্টা ধরে বাজেট পেশ করেছিলেন। এটিই এখনও পর্যন্ত হওইয়া দীর্ঘ সময় ধরে দেওয়া বাজেটে বক্তৃতা।
২০০০ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেশ দিন বিকেল ৫টায় বাজেট পেশ হত। ২০০১ সাল থেকে এতে পরিবর্তন আসে। ২০০১-০২ অর্থবর্ষে সকাল ১১টাইয় প্রথম বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।