বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ নিল অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। পিআর সলিউশনের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রাক্তনীদের সঙ্গে নিয়ে একটি চ্যারিটি ম্যাচ আয়োজিত হতে চলেছে আগামী ৩০ নভেম্বর, অশোক নগর স্টেডিয়ামে।

এই ম্যাচে তারকাদের দুটি দল খেলবে তা হল, লেজেন্ড রেড এবং লেজেন্ড ব্লু। লেজেন্ড রেড’এ খেলবেন মুথাইয়া সুরেশ, সংগ্রাম মুখোপাধ্যায়, দীপঙ্কর রায়, দীপক মন্ডল, কিংশুক দেবনাথ, ডেনসন দেবদাস, লাল কমল ভৌমিক, ভেঙ্কটেশ, দেবব্রত রায়, অসীম বিশ্বাস, সূর্য বিকাশ চক্রবর্তী এবং রমন বিজয়ন। লেজেন্ড ব্লু’তে খেলবেন আলভিটো ডি কুনহা, অরিন্দম ভট্টাচার্য, সৌমিক দে, সৈয়দ রহিম নবি, অর্ণব মন্ডল, ষষ্ঠী দুলে, মেহতাব হুসেন, সফর সরদার, সুলে মুসা, ডগলাস ডা সিলভা, সুভাষ চক্রবর্তী, ব্রুনো কুটিনহো। এই চ্যারিটি ম্যাচ থেকে যে অর্থ উঠবে তা দান করা হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। এ দিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজকদের উৎসাহ দিতে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল সচিব রূপক সাহা, মহমেডানের কার্যকরী সভাপতি মহম্মদ কামারউদ্দিন। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ সভাপতি সৌরভ পাল। প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন আলভিটো ডি কুনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here