৮৫ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা, কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র। মঙ্গলবার সকাল ৮:৫০ মিনিটে প্রয়াত হন তিনি। গত কয়েকমাস ধরেই অসুস্থ ছলেন পর্দার ‘ বাঞ্ছারাম’। সেপ্টেম্বরে দিন কয়েক ভর্তিও ছিলেন হাসপাতালে। তারপর সুস্থই ফিরলেও শেষরক্ষা হল না।
মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষিরা জেলার ধূলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ স্নাতক হন তিনি। এই কলেজেই থিয়েটারে দীক্ষিত হন। সঙ্গী হিসেবে পান বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বদের।
১৯৫৭ সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু মনোজ মিত্রর। ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন।
থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন মনোজ মিত্র। সারা জীবনে পেয়েছেন বহু পুরস্কার, সম্মাননা।
অসুস্থতা নিয়ে সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি হয়ে বর্ষীয়ান অভিনেতা। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। রক্তচাপও নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিনও অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে, সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে।
তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টার অবসান ঘটিয়ে অবশেষে চলে গেলেন মনোজ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংস্কৃতি মহলে।