সামনেই দীপাবলি। এই সময় প্রদীপের আলোয় সেজে ওঠে চারদিক। প্রদীপ জ্বালানোর জন্য প্রচুর তেল বা ঘি ব্যবহার করা হয়।কিন্তু তা সত্ত্বেও দেখা যায় প্রদীপ খুব বেশিক্ষণ জ্বলে না। কিছুক্ষণ পরপরই গিয়ে তেল বা ঘি দিতে হয়। কোনওরকম তেল বা ঘি না দিয়ে শুধুমাত্র জল দিয়েও কিন্তু প্রদীপ জ্বালানো সম্ভব। একটি কৌশল অবলম্বন করলে ঘণ্টার পর ঘণ্টা ধরে জ্বলবে প্রদীপ। জানেন কীভাবে? চলুন আজ জেনে নেওয়া যাক।
প্রথমে মাটির প্রদীপগুলি প্রায় এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এর ফলে প্রদীপগুলি তেল শোষণ করবে না। হাতে অত সময় না থাকলে অনতত ২০ মিনিট জলে ভিজিয়ে রাখবেন। তারপর জল থেকে তুলে শুকিয়ে নিন। এরপরে প্রদীপগুলো যেখানে বসাবেন সেখানে রাখুন। তারপর সেগুলো পরিষ্কার জল দিয়ে পূর্ণ করুন। তারপর সবকটা প্রদীপে এক চামচ করে তেল দিন।
এই আশ্চর্যজনক কৌশলটির মাধ্যমে প্রদীপ দুই থেকে তিন ঘন্টা অন্তত জ্বলবে। আরও বেশি সময় প্রদীপ জ্বালানোর জন্য কিছুক্ষণ পরপর জল এবং তেল যোগ করতে থাকুন। এছাড়া আজকাল বাজারে ওয়াটার সেন্সর যুক্ত প্রদীপও পাওয়া যায়। এগুলোতেও কোন প্রকার ঘি বা তেল মেশানোর দরকার নেই। শুধু একটু জল যোগ করলেই অনেকক্ষণ ধরে জ্বলবে প্রদীপ।