আজকাল সব বাড়িতেই ফ্রিজ রয়েছে। কিন্তু ফ্রিজ থাকলেই তো হল না, তার সঠিক রক্ষণাবেক্ষণও তো দরকার। ফ্রিজারের সংরক্ষণ সম্পর্কে খুব কম লোকেরই ধারণা আছে। ফলে ফ্রিজারের ভিতরে জমে থাকা জল সঠিক সংরক্ষণের অভাবে বরফে পরিণত হয়। এতে অনেক সময় ফ্রিজও নষ্ট হয়ে যায়। ফ্রিজারের ভেতর বরফ জমা খুব সাধারণ একটি ব্যাপার। তাই, ফ্রিজারে বরফ জমার কারণ এবং কীভাবে তা প্রতিরোধ করবেন তা এই নিবন্ধ থেকে জেনে নিন।
১. ফ্রিজের দরজা বা গ্যাসকেট নষ্ট হলে ফ্রিজারে বরফ জমে। এগুলি নষ্ট হলে বায়ু ফ্রিজের ভিতরে ঢুকে ঘুরতে থাকে। তাই ফ্রিজের দরজা, গ্যাসকেট নষ্ট হলে তা অবিলম্বে বদলে ফেলুন।
২. এছাড়াও ফ্রিজের জল বাষ্পীভবনকারী কয়েল নষ্ট হলেও ফ্রিজারে বরফ জমে। এই কয়েলটি ফ্রিজে জল জমলে তা বাইরে বের করে দেয়। তাই এই কয়েলটি সময়ে সময়ে পরিষ্কার করলে ফ্রিজে বরফ জমবে না।
৩. ফ্রিজের জল পরিশোধক ওয়াটার ফিল্টার নষ্ট হলেও ফ্রিজারে বরফ জমে। তাই ওয়াটার ফিল্টার নষ্ট হলে তা অবিলম্বে বদলে ফেলুন।
ফ্রিজের বরফ জমা রোধ করাও সম্ভব। কীভাবে করবেন জেনে নিন-
প্রথমে ফ্রিজের সুইচ বন্ধ করে দিন। তারপর ফ্রিজটি জল পড়বে না এমন জায়গায় রেখে দিন। এবার একটি পাত্রে গরম জল নিন। তারপর একটি কাপ দিয়ে জল ফ্রিজারে ঢেলে দিন। কিছুক্ষণের মধ্যেই বরফ গলে যাবে।
একটি পাত্রে গরম জল ভরে তা ফ্রিজারে রেখে কিছুক্ষণ ঢেকে রাখুন। কিছুক্ষণ পর দেখবেন বরফ গলে গেছে।
হেয়ার ড্রায়ার সহজেই ফ্রিজের বরফ গলিয়ে দিতে পারে। এর জন্য প্রথমে ফ্রিজারের দরজা খুলে হেয়ার ড্রায়ার চালু করুন। এটি উচ্চ তাপমাত্রায় ব্যবহার করুন। গরম বাতাসে বরফ গলে যেতে শুরু করবে।
ফ্রিজারের বরফ ভাঙতে ইস্পাত বা ধাতব চামচ ব্যবহার করবেন না। এর পরিবর্তে কাঠের চামচ ব্যবহার করতে পারেন। এছাড়াও ফ্রিজারে যদি বারবার এই সমস্যা হয়, তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যান।