গুজব ছড়ানোর অভিযোগে এ বার ২৮০ জনকে নোটিস দিল লালবাজার। এই তালিকায় পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বাসিন্দাও। শুধু গুজব নয়, যাদের নোটিস দেওয়া হয়েছে তাদের মধ্যে এমনও রয়েছেন যারা মৃত মহিলা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছেন।
আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য-সহ পোস্ট ছড়িয়ে গিয়েছে। কলকাতা পুলিশের তরফেও সমাজমাধ্যমে সতর্ক করা হয়েছে। গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি, নির্যাতিতার পরিচয় গোপন রাখা সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, সে কথাও পুলিশের তরফে জানানো হয়।
তারপরেও গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পুরোপুরি বন্ধ হয়নি সমাজমাধ্যমে। এ বার ২৮০ জনকে নোটিস দিল কলকাতা পুলিশ। প্রসঙ্গত, ভুল তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে এর আগে কলকাতার দুই চিকিৎসককে তলব করেছিল পুলিশ। সোমবার লালবাজারে গিয়ে হাজিরাও দিয়েছিলেন তাঁরা।