আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক নথিভুক্ত রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের নামে। একথা জানার পর থেকেই নানাবিধ সমালোচনা শোনা যাচ্ছিল। এবার গোটা বিষয়টি স্পষ্ট করল কলকাতা পুলিশ। জানাল, কলকাতা পুলিশের ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে সরকারি ভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয়। তার পর সেই যানবাহন বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয়।
আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পরে তা সিবিআইয়ের হাতে সেই বাইক তুলে দেওয়া হয়। এই বিষয়টি নিয়েই বিশদে ব্যাখ্যা দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে দাবি করেছে, এই বাইক নিয়ে সমাজমাধ্যমে কয়েক জন ‘বিভ্রান্তি’ তৈরি করার চেষ্টা করছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ যে সব সরকারি যানবাহন ব্যবহার করে, তা সবই নথিভুক্ত থাকে পুলিশ কমিশনারের নামে।
আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বাড়ির লোক, পরিচিতেরা দাবি করেছেন, সঞ্জয় ‘কেপি’ (কলকাতা পুলিশ) লেখা বাইকে চেপে ঘুরে বেড়াতেন। ঘটনার দিনও অই বাইক নিয়েই হাসপাতালে গিয়েছিলেন তিনি।