
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ সেপ্টেম্বর: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা দৌড় এ বছর দশ বছরে পড়লো। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথ আবার সাক্ষী থাকবে আন্তর্জাতিক ম্যারাথনের। প্রতিবছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় প্রতিযোগীর সংখ্যা। বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার উপস্থিতিতে এই দৌড়ের কথা ঘোষণা করেন প্রোকেমের ইন্টারন্যাশনালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং। এ বছর এই দৌড়ের জন্য নাম নথিভুক্ত
শুরু
হবে শুক্রবার থেকে। https://tatasteelworld25k.pro-
cam.in. এই লিংকে নাম নথিভুক্ত করতে হবে। উল্লেখ্য, এই দৌড় গোল্ড লেবেলের তকমা পেয়েছে যা দেশের
তথা কলকাতার গর্ব। স্পন্সর টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট সার্ভিসেস ডি বি সুন্দরা রামান জানান, এই দৌড় শুধুমাত্র দৌড় নয়, এই রান কলকাতার প্রতীক।