দ্বিতীয়বার মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক৷ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই আনন্দ সংবাদ। তারপর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
শনিবার মেয়ের মা হয়েছেন অভিনেত্রী৷ ১৪ ডিসেম্বর সকালেই তিন থেকে চার হলেন কোয়েল মল্লিক৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করে সুখবর দিয়েছেন নায়িকা৷ পোস্টে লিখেছেন- ‘আমরা আমাদের মেয়েকে পেয়ে ধন্য’৷ অভিনেত্রীর এই পোস্টে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার রানে মল্লিক পরিবারে। পুজোর সময় প্রথম প্রকাশ্যে আসে, ফের মা হচ্ছেন কোয়েল। সমাজমাধ্যমে কন্যা সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা বিনোদন দুনিয়ার তারকারা উচ্ছ্বসিত। গত বছর প্রযোজক-অভিনেতা জিৎ দ্বিতীয় বার বাবা হয়েছেন। তাঁর ঘরে পুত্র এসেছে।
কোয়েলের কোলে মেয়ে আসতেই তিনি খুশি। নিসপাল-কোয়েলের ভাগ করে নেওয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অধিকাংশ হিট ছবির নায়িকাকে। সমাজমাধ্যমেই সদ্যোজাত এবং কোয়েলকে শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁরও এক পুত্রের পর এক কন্যা। স্বাভাবিক ভাবেই কোয়েলের খুশি অনুভব করতে পারছেন তিনি।