নারকেল খেতে কম-বেশি সকলেই ভালবাসে। এর পুষ্টিগুণঅ প্রচুর। আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে নারকেলে। যা সার্বিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। রান্নায় না মিশিয়ে নারকেল শুধু খেলেও মিলবে একাধিক উপকার।
ফাইবার কম খাওয়ার জেরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। নারকেল কেটে খেলে তা থেকে পর্যাপ্ত ফাইবার পাওয়া যায়। ৬১ শতাংশ ফাইবার হজম করাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান। যা প্রতিদিনের ডায়েটে গুরুত্বপূর্ণ। যা শ্বাসযন্ত্রের সমস্যা সমাধানে সহায়ক।
নারকেলে আছে শরীরের প্রয়োজন ফ্যাট। যা ত্বক এবং চুলকে পুষ্টি জোগায়। প্রাকৃতিক ময়শ্চারাইজার ত্বক সজীব রাখতে পারে। ত্বকের শুষ্কতা এবং অকাল বার্ধক্য দূর করে। অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।
স্ক্যাল্পের একাধিক সমস্যা দূর করে নারকেল। চুল গোড়া থেকে মজবুত করে এবং উজ্জ্বল রাখে। প্রতিদিন নারকেল খেলে সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি হয়।
হার্টের স্বাস্থ্য ভাল রাখতে কোলেস্টেরলের পরিমাণ সঠিক রাখতে হবে। তাতে সাহায্য করে নারকেল। পাশাপাশি হার্ট সংক্রান্ত যে কোনও সমস্যা আশঙ্কা কমাতে পারে।
নারকেলে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। পর্যাপ্ত পরিমাণে ফাইবার, অ্যামিনো অ্যাসিড রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারে।
প্রচুর পরিমাণে ফাইবার থাকায় নারকেল অতিরিক্ত খাওয়া আটকাতে পারে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নারকেল। কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে আরও একাধিক রোগ প্রতিরোধেও সাহায্য করে।