চলছে বিয়ের মরশুম। বিয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার হল ফুলসজ্জা। কারণ ফুলশয্যা দিয়েই নতুন জীবনের পথে একসঙ্গে চলা শুরু করে দুটি মানুষ। এই আচারে নবদম্পতির বিয়ের খাট সাজানো হয় খুব সুন্দর করে ফুল দিয়ে। সাজানো হয় ঘরও। আজ আমরা দেখে নেব ফুলশয্যার ঘরটি কেমন ভাবে সাজালে স্বামী স্ত্রীর জীবনে শুভ প্রভাব পড়বে। বাস্তু অনুসারে ফুলশয্যার ঘরটি কেমন ভাবে সাজানো উচিত তা জেনে নেওয়া যাক।

* বাস্তু অনুসারে নবদম্পতির ঘর হতে হবে দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে। এই দিকে বেডরুম থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে বলে মনে করা হয়। বাস্তু অনুসারে এই দুই দিক হল প্রেম ভালোবাসার দিক।

* নবদম্পতির ঘর বাছার সময় খেয়াল রাখবেন সেখানে যেন যথেষ্ট আলো বাতাস খেলে। তবে ঘরে এমন ভাবে আলো লাগান, যাতে তা সরাসরি বিছানার উপর না পড়ে। বিছানার উপর আলো পড়লে স্বাস্থ্যহানি হতে পারে।

* আজকাল অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন। কিন্তু নতুন বিয়ের পর ভুলেও বেডরুমে অফিসের ল্যাপটপ খুলে বসবেন না। বেডরুমে বসে অফিসের কাজ করা মোটেও দাম্পত্য জীবনের পক্ষে ভালো নয়। এর ফলে বিবাহিত জীবনে সুখ ও শান্তির পথে ব্যাঘাত সৃষ্টি হবে। বেডরুমে গ্যাজেট যত বেশি চালাবেন, তত নেগেটিভ এনার্জি বাড়বে।

* নবদম্পতিরা খেয়াল রাখবেন শোওয়ার সময় মাথা থাকবে দক্ষিণ দিকে এবং পা থাকবে উত্তর দিকে। এই ভাবে শুলে সকালে যখন ঘুম ভাঙবে তখন নিজেকে অনেক ফ্রেশ লাগবে।

* নবদম্পতির ঘরের রঙ হবে গোলাপি, হলুদ, নীল বা কমলা। উজ্জ্বল রং অবশ্যই নবদম্পতির ঘরের জন্য বেছে নিন।

* নবদম্পতির ঘর সাজানোর সময় ফুল আর সুন্দর আলোর ব্যবহার করা জরুরি। এর ফলে প্রেমে জোয়ার আসে। সুন্দর ফুলের গন্ধে রোম্যান্স বাড়ে। তবে নকল ফুল নয়, আসল ফুলেই ঘর সাজান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here