অনেকেই রয়েছেন যাদের সম্পর্কে হয়তো তিক্ততা চলে এসেছে কিংবা বিচ্ছেদ হওয়ার মুখে। দাম্পত্য জীবনে সুখ ফেরাতে দুর্গাপুজোয় আপনি কিন্তু এই ঘরোয়া প্রতিকারগুলি মানতে পারেন।

এগুলির সাহায্যে খুব সহজেই জীবনে সুখ ফেরাতে পারেন। এমনকি আপনি আর্থিকদিকে খুব উন্নতি করতে পারেন। স্বামীর সঙ্গে সুখে থাকতে আপনিও দুর্গাপুজোয় করুন এই কাজগুলি।

কড়ি, লবঙ্গ, ১ টাকা

দাম্পত্য জীবনে সুখী হতে দুর্গাপুজো সময় অবশ্যই অষ্টমীর দিন দেবী দুর্গাকে একটা কড়ি , একটি লবঙ্গ আর এক ১ টাকার কয়েন দান করুন। এতে আপনার বিবাহিত জীবনে যে সমস্যা রয়েছে, তা থেকে বের হতে পারবেন।

পান

দুর্গাপুজোর সময় যখন মায়ের বরণ হয়ে যাবে, তারপর আপনি দেবী দুর্গাকে যে পান দিয়ে বরণ করেছেন, সেই পান আপনি আপনার শোওয়ার ঘরের কোনও জায়গায় রেখে দিন। তারপর বিজয় দশমীর পর সেই পান নদীতে ভাসিয়ে দিন। তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।

শিব ঠাকুরের পুজো করুন

দুর্গাপুজোর সময় উমার পুজো দেওয়ার পাশাপাশি শিব ঠাকুরের পুজো দিন। এতে দেবী দুর্গা এবং শিবের কৃপা আপনি পাবেন। এতে আপনার সঙ্গে আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে।

মা দুর্গাকে প্রণাম করুন

সপ্তমী থেকে দশমীর মধ্যে যেকোনও একদিন আপনি আপনার স্বামীকে নিয়ে মা দুর্গার বাম দিকে দাঁড়িয়ে জোড় হাত করে প্রণাম করুন। এতে আপনার স্বামীর সঙ্গে যে সমস্যা ছিল তা থেকে বের হতে পারবেন।

সাদা ফুল নিবেদন করুন

যদি আপনি দাম্পত্য জীবনে সুখ ফেরাতে চান, তাহলে দুর্গা মন্দিরে গিয়ে আপনি দেবীকে মিষ্টি দিন, অবশ্যই সাদা রঙের একটি ফুল নিবেদন করবেন। তারপর সেখান থেকে প্রসাদ খাবেন। এতে দেখবেন আপনার জীবনে যে সমস্যা ছিল তা থেকে বের হতে পারবেন।

শাড়ি

যদি আপনি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হতে চান, তাহলে দুর্গাপুজোয় দেবী দুর্গাকে একটি লাল রঙের শাড়ি নিবেদন করুন। এতে দেখবেন আপনার জীবনের সমস্ত বাধাও কেটে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here