
হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই বছর ৩ ফেব্রুয়ারি তারিখে বসন্ত পঞ্চমী উৎসব উদযাপিত হবে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, মা সরস্বতীর আরাধনা করলে সাধকের ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞান, প্রজ্ঞা, ধন, সুখ ও সমৃদ্ধি লাভ হয়।
শিক্ষামূলক কাজে সাফল্য পেতে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর মূর্তি বাড়ির পূর্ব বা উত্তর দিকে রাখতে হবে। এতে করে আপনার সকল কাজ বিনা বাধায় সম্পন্ন হবে।
বাড়ির পূর্ব বা উত্তর দিকে মা সরস্বতীর মূর্তি রাখার উপযুক্ত জায়গা না থাকে, তাহলে বাড়ির উত্তর-পূর্ব কোণ পরিষ্কার করে সেখানে মা সরস্বতীর মূর্তি স্থাপন করে পুজো করতে পারেন।
পুজোর সময় মা সরস্বতীর মূর্তি পদ্ম ফুলের উপর বসার ভঙ্গিতে থাকতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে এটি শুভ বলে মনে করা হয়। মা সরস্বতীর মূর্তি কখনই দাঁড়ানো ভঙ্গিতে স্থাপন করা উচিৎ নয়। একই বাড়িতে দুটি সরস্বতী মূর্তি রাখাও উচিৎ নয়।