মহিলাদের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে চোখের উপর ঘন দু’জোড়া ভ্রু। এই ভ্রূ যদি মুখের সঙ্গে মানানসই ও নিখুঁতভাবে প্লাক না করা থাকে তবে সব সাজই মাটি। তবে অনেকের আবার ভ্রু খুব পাতলা হয়। ফলে আঁকা ছাড়া উপায় থাকে না। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো ব্যবহার করলে ভ্রু প্রাকৃতিকভাবেই সুন্দর ও মোটা হবে। দেখে নিন কী কী ব্যবহার করবেন-
ক্যাস্টর অয়েল– ঘন ভুরু পেতে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। চুলের ফলিকলে পুষ্টি জোগায় এই তেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলো দিয়ে ক্যাস্টর অয়েল দিয়ে ভুরুতে লাগিয়ে মিনিট দুয়েক মালিশ করুন। কিছু ক্ষণ রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। তবে ধারাবাহিক ভাবে ব্যবহার করা জরুরি।
মেথি বাটা- প্রোটিন, ভিটামিন বি-৩, লেসিথিন সমৃদ্ধ মেথি ভুরুর ঘনত্ব অনেক বাড়িয়ে দিতে সক্ষম। এক চামচ মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে বেটে নিন। মিশ্রণটির মধ্যে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। বিশ্রাম নেওয়ার সময়ে ভুরুতে এই মিশ্রণটি লাগিয়ে নিন। মিনিট কয়েক রেখে ধুয়ে ফেলুন। রোজ সম্ভব না হলেও পুজোর আগে এক দিন অন্তর ব্যবহার করতে পারেন। সুফল মিলবে।
অলিভ অয়েল- ভিটামিন ই সমৃদ্ধ অলিভ অয়েল ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে তোলে। ভুরু রোমের পরিমাণ বৃদ্ধি করতে অনায়াসে ব্যবহার করতে পারেন এই তেল। ব্যবহার করার আগে মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড রেখে গরম করে নিন। তার পর ভুরুতে দু’মিনিট মতো মালিশ করে নিন। আধ ঘণ্টা রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।