আপনি যদি বাড়িতে ময়ূরের পালক রাখেন, তাহলে আপনার জীবনে অর্থপ্রাপ্তি নিশ্চিত। এমনকি পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন।
তবে ঘরে এই পালক রাখলে আপনি সঠিক দিকে, শুভ স্থানে রাখতে হবে। এতে আপনার যথেষ্ট উন্নতি হবে।এতে আপনি শ্রী কৃষ্ণেরও কৃপাও পাবেন। জানুন বাড়ির কোন কোন স্থানে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ।
বালিশের নীচে
বাস্তুশাস্ত্র অনুসারে আপনি আপনার বালিশের নীচে ময়ূরের পালক রাখতে পারেন। এমনভাবে রাখবেন, যাতে কেউ দেখতে তা দেখতে পায়, সেদিকে খেয়াল রাখবেন। এতে আপনার আর্থিক দিকে লাভ হওয়ার পাশাপাশি আপনার ভাগ্যের দ্বার খুলবে।
শ্রী কৃষ্ণের কৃপা
আপনি আপনার ঠাকুর ঘরে ময়ূরের পালক রাখুন। এতে অত্যন্ত শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাবেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। শুধু তাই নয়। আর্থিক দিকেও লাভ হবে। আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে নেতিবাচক শক্তি।
লক্ষ্মীদেবীর মূর্তির পেছনে
আপনি যেখানে লক্ষ্মীদেবীর মূর্তি রাখবেন, তার পেছনে একটি ময়ূরের পালক রাখুন। এটি অত্যন্ত শুভ। এতে আপনার আর্থিক সমস্যা কেটে যাবে। দাম্পত্য জীবনেও সুখ লেগে থাকবে আপনার। এমনকি পরিবারের সকলের সঙ্গে ভাল সম্পর্ক আপনার বজায় থাকবে।
বিবাহিত জীবনে সুখী হবেন
বিবাহিত জীবনে সুখী হতে আপনার শোওয়ার ঘরের কোনও জায়গায় ময়ূরের পালক রেখে দিন। তবে দেখবেন এই ময়ূরের পালক যেন কারোর চোখ না পড়ে। এতে কিন্তু আপনার দাম্পত্য জীবনেও কিন্তু সুখ লেগে থাকবে। পরিবারের কোনও অশান্তি হবে না আপনার।
আলমারিতে রাখবেন
আর্থিক সঙ্কট কাটাতে চান, তাহলে আলমারিতে একটি ময়ূরের পালক রাখুন। এমন জায়গায় রাখবেন, যেন সেটি কেউ দেখতে না পায়। এদিকে কিন্তু আপনার গচ্ছিত সম্পদও বাড়তে থাকবে।
ভাঙা ময়ূরের পালক
ময়ূরের পালক বাড়িতে রাখলে অবশ্যই একটি গোটা ময়ূরের পালক রাখবেন। একদমই ভাঙা রাখবেন না। এটি খুব অশুভ। এতে আপনার জীবনেও নানা খারাপ প্রভাব পড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।