প্রত‌্যেক অমাবস‌্যারই রয়েছে বিশেষ গুরুত্ব। তবে কৌশিকী অমাবস্যার গুরুত্ব একেবারেই আলাদা।এই অম‌াবস‌্যা হল অশুভ শক্তি বিনাশের তিথি। শাস্ত্রমতে, ব্রহ্মার বর প্রাপ্তির পর অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। এরপরই ত্রিলোক একেবারে অশান্ত হয়ে পড়ে। তারপর অত্যাচারের মাত্রা আরও বারতে শুরু করে দেয়।

এরপরই শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবী, দেবী কৌশিকী। তারপর থেকেইএই অমাবস‌্যার নাম হয় কৌশিকী।

অমাবস্যা তিথি শুরু—

বাংলা- ১৬ ভাদ্র, রবিবার

ইংরেজি ১ সেপ্টেম্বর ,রবিবার

সময়: ভোর ৫টা ২৩ মিনিট।

অমাবস্যা তিথি শেষ—

বাংলা ১৮ ভাদ্র, মঙ্গলবার

ইংরেজি ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার

সময়: সকাল ৭টা ২৬ মিনিট

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here