
কাঞ্চন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে তালতলায় আয়োজিত হল রক্তদান শিবির। এই শিবিরে রক্তদান করেন ১১০ জন রক্তদাতা। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মহমেডান ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি। এছাড়াও ময়দানের পরিচিত মুখ এবং মহমেডান ক্লাবের অন্যতম কর্তা বেলাল আহমেদ খান। এ দিন উৎসাহী মানুষের ঢল ছিল চোখে পড়ার মত। রক্তদাতাদের পাশাপাশি বহু মানুষ স্বেচ্ছাসেবায় নিজেদের নিয়োজিত করেন। সকাল ১০টা থেকে শুরু হয় রক্তদান, চলে দুপুর পর্যন্ত। এই রক্তদান শিবির সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য কাঞ্চন মেমোরিয়ালের সঙ্গে হাত বাড়িয়ে দেন ভোরুকা রিসার্চ সেন্টার ফর হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউসন।



