বর্তমানে আরজি কর কাণ্ডে উত্তপ্ত রাজ্য। আরজি কর-কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছে। সেই মামলায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করলেন বিচারক। বিরক্তির সুরে তিনি প্রশ্ন করেন, ‘‘তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব?’’ শুনানি শুরু হয়ে যাওয়ার পরেও সিবিআইয়ের আইনজীবী আদালতে উপস্থিত হননি বলে অভিযোগ। সিবিআইয়ের তরফে শুনানিতে যিনি ছিলেন, তিনি সহকারী তদন্তকারী আধিকারিক হিসাবে নিজের পরিচয় দেন। তাঁর এই মামলায় থাকার অনুমোদন আছে কি না, তা নিয়েই প্রশ্ন তোলেন ধৃতের আইনজীবী।

শুক্রবার আরজি কর মামলার শুনানি শুরু হতেই সিবিআইয়ের আইনজীবীর খোঁজ করেন বিচারক। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। আদালত কক্ষে উপস্থিতি সিবিআইয়ের এক মহিলা আধিকারিক জানান, তিনি এই মামলার সহকারী তদন্তকারী আধিকারিক। আইনজীবী কোথায় আছেন, তা খোঁজ করে জানাচ্ছেন। এতে বিরক্ত হন বিচারক।

আইনজীবীর খোঁজ করতে আদালত কক্ষ থেকে এর পর বেরিয়ে যান সিবিআইয়ের ওই আধিকারিক। কিছু ক্ষণ ফোনাফুনির পর তিনি আদালত কক্ষে ফিরে জানান, কিছু ক্ষণের মধ্যেই আইনজীবী আদালতে পৌঁছে যাবেন। তাঁর কথা শুনে বিরক্তির সুরে বিচারক বলেন, ‘‘তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব?’’

ধৃতের আইনজীবীও সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালতে। জানান, তিনি সকাল থেকে এই মামলার জন্য ঘুরছেন। তদন্তকারী সংস্থার পিছন পিছন ঘুরছেন তিনি। কিন্তু তাঁকে সিবিআইয়ের তরফে কেউ কিছু জানাচ্ছেন না। এর পর আদালতে ভার্চুয়াল মাধ্যমে অভিযুক্তকে হাজির করানোর প্রক্রিয়া শুরু হয়।

শুক্রবার আদালতে ধৃতের জামিনের বিরোধিতা করেছে সিবিআই। তাঁর ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। শুনানি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here