আপাতত আর বাংলাদেশের জাতীয় স্লোগান রইল না ‘জয় বাংলা’। ২০২০ সালের ১০ মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাই কোর্ট ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল।
কিন্তু হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ জাতীয় স্লোগান সংক্রান্ত হাই কোর্টের রায়টি স্থগিত করার নির্দেশ দেয়।
২০১৭ সালে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করার আর্জি জানিয়ে রিট আবেদন দাখিল করেছিলেন সে দেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার ভিত্তিতেই ওই রায় দেয় হাই কোর্ট।