একাধিক পদে কর্মী নিয়োগের ঘোষণা  করেছে কলকাতা মেট্রো। তাই আপনিও করতে পারেন চাকরির আবেদন।

কলকাতা মেট্রোর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, জেনারেল ম্যানেজার (সিভিল) পদের জন্য ২ জনকে নেওয়া হবে। এই দুটি পদের জন্য আইআরএসই অফিসারদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। শূন্যপদ ডেপুটেশনের ভিত্তিতে পূরণ করা হবে।

কেন্দ্রীয় / রেল / রাজ্য সরকারের মন্ত্রক / বিভাগ / পাবলিক সেক্টরে কাজ করা আধিকারিকরা গ্রেড এসএ  এ কর্মরত এবং গ্রুপ “এ” তে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী আবেদন জানাতে পারবেন। নির্মাণ প্রকল্পে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের ব্যক্তিগত বিবরণ এবং কাজের অভিজ্ঞতা সহ বিস্তারিত বায়োডাটা পাঠাতে হবে। থাকতে হবে এনওসি এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি। সমস্ত নথি একটি সিল করা খামে ভরে রেলওয়ে বোর্ডের যুগ্মসচিব (ডেপুটেশন) এর কাছে পাঠাতে হবে।

আবেদনকারীর বয়স ৫০ এর মধ্যে হতে হবে। বেতন তো থাকবেই, সেই সঙ্গে দেওয়া হবে ডেপুটেশন ভাতা। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে https://www.kmrc.in/ তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here