বাংলাদেশে এমনিতেই সংখ্যালঘু হিন্দুদের উপর সংখ্যাগুরু মুসলিমদের নিপিড়ন চলে আসছে অর্ধ শতাব্দীর অধিক সময় ধরে। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পর সেই নিপিড়ন চরম আকার ধারন করেছে। হিন্দু পুরুষদের খুন, মহিলাদের ধর্ষণ বা গনধর্ষণ, লাভ জিহাদে ফাঁসিয়ে বা জোর করে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত ও নিকাহ করতে বাধ্য করা, ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে হামলা, ঘরবাড়ি, দোকানপাট, ধর্মীয় স্থান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে গেছে বাংলাদেশে। এবারে বাংলাদেশের হিন্দুদের বাড়ি বাড়িতে একটা করে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু জেনোসাইড(@k36077)  নামে একজন এক্স ব্যবহারকারী। ওই চিঠিতে লেখা হয়েছে, “প্রিয় হিন্দু মালায়নরা আপনাদের সকলকে জানাই যে দেশ স্বাধীন হয়েছে মুসলিমদের জন্য হিন্দুদের জন্য নয়। তাই বাংলাদেশে তোমাদের চাইনা। আমরা তোমাদের তাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি। ১) তোমাদের বউদের আগে নেব। ২) তোমাদের মেয়েদের সাথে খেলা করব। ৩) জমি দখল করবো। ৪) এবং মারবো। আমাদের কেউ বলার নেই। তোমাদের বউ বেটির প্রতি আমাদের খুব লোভ হয় জানো। তাই এবার সময় এসেছে একটু খেলা করব। তাহলে রেডি থাক মালায়ন ভাইরে। আগে শুরু হবে বউ মেয়েদের নিয়ে তারপর জমি দিয়ে।”

চিঠির একবারে উপরে লেখা আছে, ‘৭৮৬’ এবং ‘নারায়ে ত্ববির আল্লাহু আকবর’ । একেবারে নিচে লেখা আছে, ‘পক্ষে জিহাদি দল’ এবং ‘জয় পাকিস্তান’ । চিঠিটি পোস্ট করার পাশাপাশি ওই এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘৩০/০৯/২০২৪ রাতে জেহাদী গ্রুপ দিনাজপুর জেলার উত্তর গোপালপুর এলাকার কয়েকটি হিন্দু বাড়িতে এই চিঠি দেয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশ এখন স্বাধীন। তোমার মেয়েদের ধর্ষণ করব, তোমার জমি দখল করব, এদেশে তোমার জায়গা নেই…!’ যদিও ঘটনার সত্যতা এইদিন এর পক্ষে যাচাই করা সম্ভব হয়নি ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here