সোনার গয়না পরতে ভালবাসেন না এমন মানুষ বোধয় নেই বললেই চলে। বহু নারীই আবার শখ করে সোনার নানা ধরনের গয়না কিনে থাকেন। কিন্তু আজকাল কার দিনের কথা ভেবে বেশিরভাগ মানুষই সমস্ত গয়না ঘরের আলমারিতে না রেকে ব্যাঙ্কের লকারে রেখে দেন।
পরিবারে কোনও অনুষ্ঠান হলে সেই সমস্ত জিনিস নিয়ে এসে পড়েন। তবে সোনার গয়না বেশিদিন ফেলে রাখলে বিশেষ করে বর্ষাতে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও গয়না কালো হতে শুরু করে দেয়।তবে আবার নতুনের মতো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে গেলে তো দোকানে ছুটতে হবে। কিন্তু দোকানে না গিয়ে আপনি যদি তার চেয়ে বরং বাড়িতে গয়না পরিষ্কার করার টোটকা জেনে রাখতে পারেন তাহলে কেমন হয়।
সোনার গয়না পরিষ্কার করবেন কী ভাবে?
একটি পাত্রে ঈষদুষ্ণ জল নিন। তার মধ্যে মিশিয়ে দিন কাপড় কাচার সাবান। এ বার সেই পাত্রেই ফেলে দিন কয়েকটি গয়না। ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর গয়না তুলে নিয়ে নরম কোনও ব্রাশ দিয়ে ঘষে নিন ভাল করে।
প্রতিটি গয়না আলাদা আলাদা করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।দেখবেন নতুনের মতো হয়ে গিয়েছে।