বক্স অফিসে তোলপাড় ফেলেছিল রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’। কখনও রক্তের বন্যা, কখনও প্রেয়সীকে যন্ত্রণা দিয়ে প্রেমের উদ্‌যাপন তুলে ধরা হয়েছে ছবিতে। তাই সবাই যে ‘অ্যানিম্যাল’কে খুব ভাল চোখে নিয়েছিলেন তা নয়। বহু নেটাগরিকের রোষের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। গীতিকার জাভেদ আখতারও এই ছবির সমালোচনা করেছিলেন। এবার আবার নিন্দায় সরব হয়েছেন তিনি।

ছবির নির্মাতাদের ‘বিকৃত’ মস্তিষ্কের বলেও কটাক্ষ করেছেন জাভেদ আখতার। সমাজ যখন এগোচ্ছে, মানুষের ভাবনা চিন্তার অগ্রগতি হচ্ছে, তখন ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিও হচ্ছে। সেই ছবি ভিড় করে মানুষ দেখতেও যাচ্ছে। আক্ষেপের সুরে জানান বর্ষীয়ান গীতিকার।

জাভেদ বলেছেন, “১৫ জন মিলে এমন ছবি বানাচ্ছেন, যেখানে কোনও মূল্যবোধ নেই। ১০-১২ জন মিলে গানের জন্য অশ্লীল দৃশ্য তৈরি করছেন। ১৪০ কোটি মানুষের মধ্যে ১৫ জন বিকৃত মস্তিষ্কের মানুষও থাকতে পারে। এগুলো একটাও সমস্যা নয়। এতে কিছু যায় আসে না। কিন্তু বাজারে এমন ছবি যখন সফল হয়, তখন সেটা চিন্তার কারণ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here