আজ ২৬ অগস্ট, সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। এদিন রীতিনীতি মেনে গোপালের পুজা করা হয়ে থাকে। সেই সঙ্গে গোপালের সমস্ত পছন্দের জিনিস নিবেদন করা হয়ে থাকে। তবে তার পছন্দের মধ্যে ক্ষীর, মাখন হল অন্যতম। কথায় বলে যে ভোগে সন্তুষ্ট হন যে দেবতা তাঁকে তাই নিবেদন করা উচিত। যেমন ধরুন গণেশের পুজোয় মোদক দিতেই হবে। তেমনই জন্মাষ্টমীতেও কিন্তু নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ।
মাখন মিছরি –
গোপালের জন্মদিনে তাঁকে সন্তুষ্ট করতে হলে আদর করে তাঁর মুখে মাখন তুলে দিতেই হবে। কারণ এটি তার সব থেকে পছন্দের একটি খাবার।
তালের বড়া –
তাল ছাড়া কিন্তু সম্পূর্ণ হবে না গোপালের পুজো। পাকা তালের তৈরি গাওয়া ঘি-এতে ভাজা মুচমুচে তালের বড়া সাজিয়ে পরিবেশন করুন ছোট্ট গোপালের সামনে।
ক্ষীর –
গোপালের সামনে কাজু, পেস্তা ছড়ানো ক্ষীরের পায়েস দিতে ভুলবেন না।
মালপোয়া –
খাদ্যরসিক গোপালের প্রিয় খাবারের তালিকায় কিন্তু রয়েছে মালপোয়াও। তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন মালপোয়া।
মোহনভোগ –
ঘিয়ে ভাজা সুজির হালুয়া সঙ্গে ঘিয়ে ভাজা লুচি। এই খাবার কিন্তু গোপালের বেশ পছন্দের।