জ্যোতিষ শাস্ত্রে গাছপালা, বনস্পতিকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। তেমনই একটি গুরুত্বপূর্ণ গাছ হল শমী গাছ। এই গাছ শনি দেবের অত্যন্ত প্রিয়। শমী পাতার কিছু উপায় করলে শনি গ্রহের দুষ্প্রভাব দূর করা যায়। দেবী দুর্গাও শমী পাতা পছন্দ করেন। শাস্ত্র মতে শমী পাতা অর্পণ করলে তিনি প্রসন্ন হন।
দুর্গা পুজোর দিনগুলিতে জবাফুলের সঙ্গে একটি শমী পাতা দেবীকে অর্পণ করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে পরিবারে সুখ-শান্তির আগমন ঘটে এবং ব্যক্তি সমস্ত সংকট থেকে দূরে থাকে।
এই প্রসঙ্গে একটি কাহিনী বহুল প্রচলিত। একদা রাজা দশরথ বিজয়াদশমীর দিনে শমী গাছ থেকে স্বর্ণ মুদ্রা লাভ করেন। তার পর থেকেই দশমীর দিনে শমী গাছের পুজোর প্রথা শুরু হয়। অন্য একটি কাহিনি থেকে সম্পর্কে জানা যায় রামায়ণকালে রাম দুর্গার পুজোর পাশাপাশি শমী গাছের পুজোও করেন। মনে করা হয় বিজয়াদশমীতে শমী গাছের পুজো করলে ধন-সম্পত্তি বৃদ্ধি হয় এবং ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।
ভালো ভাবে সিঁদুর লাগানো শমী পাতা হাতে নিয়ে নিজের মনস্কামনা ব্যক্ত করুন। এর পর সেই শমী পাতা দুর্গাকে অর্পণ করুন। পাতাটি দেবীর মস্তকে রাখবেন। দুর্গার পাশাপাশি গণেশকেও শমী পাতা অর্পণ করবেন। এর ফলে জীবনে শুভ শক্তির প্রভাব বজায় থাকবে।দুর্গাকে নিয়মিত শমী পাতা অর্পণ করলে রোগ-শোকের পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।