বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা করাই নিয়ম। তবে হিন্দু শাস্ত্রমতে এমনও অনেক দেবতার মূর্তি আছে যা বাড়িতে রাখতে নেই। এই দেবতার ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা আপনার জীবন অশান্তিতে  ভরিয়ে তুলতে পারে।

বাড়িতে ভুল করেও শ্মশান কালির ছবি বা মূর্তি রাখবেন না। এই দেবীর ছবি বা মূর্তি রাখলে গৃহস্থের অমঙ্গল হয়। কোনও দেবতার বিধ্বংসী বা রুদ্র রূপের ছবি বাড়িতে না রাখাই ভাল।

এই ধরনের ছবি বা মূর্তির পুজো করলে জীবনে অশান্তি নেমে আসতে পারে। মন্দিরে এই ধরনের ছবি বা মূর্তির পুজো করা যায়, তবে নিজের ঘরে রাখবেন না।

বাড়িতে ভুল করেও একসঙ্গে তিনটি গণেশের মূর্তি রাখবেন না। এমনটা করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। সেই সঙ্গে অর্থনৈতিক সম্বৃদ্ধির পথও রূদ্ধ হয়ে যায়। ফলে টাকা পয়সা সম্পর্কিত নানা সমস্যা দেখা দিতে পারে।

শাস্ত্রমতে বাড়িতে একসঙ্গে দুইটি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত। এমনটা করলে মারাত্মক ক্ষতি হতে পারে। কারণ একসঙ্গে দুইটি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায়।

ধূমাবতী দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবী। তন্ত্র গ্রন্থে তাকে বৃদ্ধা ও কুত্‍সিত বিধবা রুপে বর্ণনা করা হয়েছে। তিনি পুরাতন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারিণী দেবী। তাই বাড়িতে ভুল করেও তার ছবি বা মূর্তি রাখবেন না।

বাস্তুমতে ভাঙা দেবতার মূর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here