ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’কে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। টুর্নামেন্ট শুরুর আগে নিলাম হয়ে গিয়েছে। অবিক্রিত থেকে গিয়েছেন অনেকেই। বাদ যাননি বিদেশিরাও। এবার সেই বাতিল বিদেশিদের বড় দায়িত্ব দিতে পারে পাকিস্তান। আইপিএলের বাতিল বিদেশিদের নিয়ে হতে পারে পিএসএল।

আগামী বছর আইপিএলের সময়ই পাকিস্তান সুপার লিগ আয়োজিত হতে পারে। তাই আইপিএলে দল না পাওয়া বিদেশিদের পাবে পাকিস্তানের দলগুলি। আইপিএলে খেললে যে হেতু অনেক বেশি টাকা পাওয়া যায়, তাই একই সময়ে দু’টি লিগ হলে ভারতেই খেলতে চাইবেন বিদেশি ক্রিকেটাররা। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দিকেই নজর পিএসএলের দলগুলির। যদিও পাকিস্তান আইপিএলের পরিমাণ অর্থ বিদেশিদের দিতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এবারের নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন বেশ কিছু নাম করা ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, উইলিয়ামসন, স্মিথ, আদিল রশিদ, অ্যালেক্স ক্যারি, কেশব মহারাজ, শাই হোপ, ডোনোভান ফেরেরা, ড্যারিল মিচেল, জনি বেয়ারস্টো, আকিল হোসেনের মতো ক্রিকেটারদের কোনও দল কেনেনি। অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের অনেকেই পাকিস্তানে সুরক্ষাজনিত কারণে নাম তুলে নেন। বিসিসিআই-এর মতো পিসিবিও তাদের লিগে ক্রিকেটারদের ড্রাফটিং (এই পদ্ধতির মাধ্যমে দলগুলি ক্রিকেটার বেছে নেয়।) দুবাই অথবা লন্ডনে করার কথা ভাবছে। সেই সঙ্গে আগামী বছর কখন পিএসএল হবে, তা নিয়েও আলোচনা হবে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তাই পিএসএল নিয়ে বেশ খানিকটা চাপে পড়তে দেখা যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড’কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here