
কৌশিক চক্রবর্তী
চেন্নাই, ৭ ডিসেম্বর:
যুব হকি বিশ্বকাপের খেতাবি লড়াই থেকে বিদায় ভারতের। সমুদ্র নগরী চেন্নাইয়ে থমকে গেল ৯ বছরের ব্যবধানে ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।
মেরিনা বিচের প্রান্তে সলিল সমাধি ঘটল ভারতীয় জার্মানির বিরুদ্ধে ১-৫ গোলে পরাজিত হল ভারত।
জার্মান খেলোয়াড়দের গতি এবং দুরন্ত বোঝাপড়ার সামনে এঁটে উঠতে পারল না ভারত। পাশাপাশি জার্মানি ডিফেন্সের জঙ্গল যেভাবে ডি- এর বাইরে ফাঁদ পেতে রাখে তার কোনও ওষুধ ছিল না ভারতের কাছে। শুধু ডিফেন্সেই নয়, আক্রমণেও দল বেঁধে উঠেছে জার্মানি এবং প্রতিপক্ষ ডিফেন্সকে নাজেহাল করতে পাসিং গেম-এর যে বৈচিত্র তারা দেখিয়েছে তা প্রশংসাযোগ্য।
প্রথম কোয়ার্টারের ১৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় জার্মানি। ভারতীয় ডিফেন্সের ভুলে পেনাল্টি কর্নার রূপ নেয় পেনাল্টি স্ট্রোকে। স্পট থেকে জার্মান দল’কে এগিয়ে দিতে ভুল করেননি লুকস কোসেল। এই কোয়ার্টারেই দ্বিতীয় গোলটি তুলে নেয় জার্মানি। প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে নিখুঁত লক্ষ্যে দ্বিতীয় গোলটি করেন তিতাস ওয়েক্স।
দুই গোল হজম করেও জার্মানির বিরুদ্ধে ভারত দ্বিতীয় কোয়ার্টারে লড়াই চালানোর চেষ্টা করেছিল সমানে সমানে। কিন্তু এই কোয়ার্টারেও ডিফেন্স অটুট রাখতে ব্যর্থ হন ভারতীয় হাকির তরুণ তুর্কিরা। ম্যাচে নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নার থেকে জার্মানকে ৩-০ গোলে এগিয়ে দেন লুকস কোসেল। গোলটি আসে দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিট অর্থাৎ ১৫ মিনিটে। ম্যাচে এটি ছিল কোসেলের দ্বিতীয় গোল।
অতীতে জার্মানির বিরুদ্ধে যুব বিশ্বকাপে ছয় বার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। যার মধ্যে দুটি ক্ষেত্রে জয় পেয়েছিল ভারত। শেষ জয় এসেছিল ২০০১ সালে যুব বিশ্বকাপের সেমিফাইনালে। এর পরবর্তী সময়ে যত বারই দুই দলের সাক্ষাৎ হয়েছে তত বারই বিজয়ধ্বজা উড়িয়েছে জার্মানি’র দলটি। তৃতীয় কোয়ার্টারেও ভারতীয় ডিফেন্সের ফাটল বজায় ছিল। জনাস জার্সুম চতুর্থ গোলটি করেন জার্মানি’র হয়ে।
ম্যাচের শেষ কোয়ার্টারে ভারত ম্যাচের এক মাত্র গোল করার আগে জার্মানি’র পক্ষে পঞ্চম গোলটি করেন জেরসুম ভন। ভারতের হয়ে সান্তনা সূচক গোলটি করেন আনমোল এক্কা।
যুব হকি’তে ভারতের বিরুদ্ধে এটি জার্মানি’র সব থেকে বড় ব্যবধানে জয়। অষ্টম বার যুব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে জার্মানি’র প্রতিপক্ষ স্পেন। যুব হকি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বারের জন্য ফাইনালে পৌঁছেছে স্পেন। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা’কে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শ্রেষ্ঠত্বের দ্বৈরথে নিজেদের জায়গা করে নেয় ইউরোপের এই দেশ।
ভারতের হারের কারণ বিশ্লেষণে প্রাক্তন অলিম্পিয়ান মহম্মদ রিয়াজ বলেন, “এই ধরনের ম্যাচে প্রথম দুটো কোয়ার্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দল সেই জায়গায় নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। স্বাভাবিকভাবেই সময় যত এগিয়েছে ভারতের হাত থেকে ম্যাচ বাইরে বেরিয়ে গিয়েছে। তবে এটা তো সত্যি ভারতের তুলনায় জার্মানি অনেক শক্তিশালী। আগামী দিনে আমাদের ছেলেরাও উন্নতি করবে।”
খেতাবি লড়াই থেকে ছিটকে গেলেও ভারতের আরও একটি ম্যাচ রয়েছে। তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে ভারতীয় দল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।



