হিন্দু শাস্ত্র মতে ভারতের অনেক নদীকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। কিছু নদীকে পুজো করা হয় দেবী রূপে। তবে আপনি কি জানেন আমাদের ভারতবর্ষে রয়েছে একটি পুরুষ নদী? এই নদীটি হল ব্রহ্মপুত্র। পুরুষ বলেই ব্রহ্মপুত্র নদী নয়, নদ।

বেদ মতে ব্রহ্মপুত্র অর্থাৎ দেবতা ব্রহ্মের পুত্র। ব্রহ্মা ও অমোঘের পুত্র বলে মনে করা হয় এই ব্রহ্মপুত্র নদীকে। শান্তনুর স্ত্রী ছিলেন এই অমোঘ। হিন্দু ধর্ম ছাড়াও ব্রহ্মপুত্র নদীকে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের অনুগামীরাও পবিত্র মনে করেন। এই নদীটির উৎপত্তিস্থল তিব্বত।

বৌদ্ধ ধর্ম মতে একটা সময় এই নদীটি অত্যন্ত বিশাল হ্রদ ছিল। তিব্বত থেকে এই নদীটি প্রবেশ করেছে ভারতে। ভারত থেকে ব্রহ্মপুত্র চলে যায় বাংলাদেশ। তিব্বতে এই নদীর নাম ইয়ারলুং সাংপো। ভারতের দীর্ঘতম নদী এই ব্রহ্মপুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here