আরও এক বার হকিতে ব্রোঞ্জ এলো ভারতের। এর আগে টোকিও অলিম্পিকেও ব্রোঞ্জ এসেছিল হকিতে। প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল। হরমনপ্রীত সিংহ জোড়া গোল করেছেন। ফলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল ভারত।
প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন। তাদের পক্ষ থেকে গোল করেন অধিনায়ক মার্ক মিরালেস। ফলে এগিয়ে যায় স্পেন। ভারত পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে আরও একটু পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ।
তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন তিনিই। পেনাল্টি কর্নার থেকেই গোল করেন তিনি। ৩৩ মিনিটের মাথায় গোল করেন হরমনপ্রীত।