গত বছর টোকিও থেকে পদক জিতে দেশে ফিরেছিল ভারতীয় হকি দল। এই বছর আবার খেলোয়াররা ব্রোঞ্জ এনেছেন। ব্রোঞ্জ পদক জিতে শনিবার সকালে দেশে ফিরল ভারতীয় হকি দল। এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভারতীয় হকি দলের সদস্যরা।

প্যারিসে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জিতে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। তারপর থেকে দলেই শুরু হয়েছে উল্লাস। তাঁরা বিমানবন্দরে নামতেই ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় ভারতীয় হকি দলকে।। মেক্সিকো সিটিতে ১৯৬৮ সালের অলিম্পিক্সে এবং ১৯৭২সালের মিউনিখ অলিম্পিক্সের পরপর দুটি ব্রোঞ্জ পদক পাওয়ার পর, এটি দ্বিতীয়বার যে ভারতীয় হকি দল অলিম্পিকে টানা দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।

বিমানবন্দরে উচ্ছাসে মাতেন ভারতীয় হকি দলের সদস্যরা। অনেক খেলোয়াড়কে ভাংড়া নাচতেও দেখা যায়। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেছেন, অলিম্পিক্সে পদক জয় বড় বিষয়। আমরা ফাইনালে খেলার এবং সোনা জেতার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের স্বপ্ন পূরণ হয়নি। তবে এবারও আমাদের খালি হাতে ফেরানো হয়নি, টানা দুইবার পদক জেতাটাও একটা রেকর্ড। আমরা যে ভালবাসা সমর্থন পেয়েছি তাতে আমরা আপ্লূত।’

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে কেরিয়ারে ইতি টেনেছেন ৩৬ বছর বয়সী শ্রীজেশ। আগামী ১১ অগাস্ট রবিবার প্যারিস অলিাম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান হবে। এবার সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় মহি‌লা ক্রীড়াবিদদের পক্ষ থেকে পতাকা বহন করবেন মনু ভাকের। ভারতীয় পুরুষ দলের পক্ষ থেকে পতাকা বহন করবেন শ্রীজেশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here