সিরিজের চতুর্থ টেস্ট শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্টের মাঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ অফস্পিনার। তবে ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর।

বৃহস্পতিবার চেন্নাইয়ে ফিরেছেন অশ্বিন। দেশে ফিরে নিজের বাড়ির সামনে মুখ খোলেন তিনি। সাংবাদিকদের অশ্বিন বলেন, “আমি কখনই ভাবিনি এত মানুষ এখানে আসবেন। চুপচাপ ঘরে ঢুকে পড়তে চেয়েছিলাম এবং রিল্যাক্স করার ইচ্ছা ছিল আমার। তবে আপনারা সবাই আমার দিনটা বিশেষ করে তুললেন। অনেক বছর ধরে আমি টেস্ট ক্রিকেট খেলছি। তবে শেষবার এমন অভ্যর্থনা পেয়েছিলাম ২০১১ বিশ্বকাপ জয়ের পরে।” তিনি আরও বলেন, “অনেকের কাছেই অবসরের মুহূর্তটা আবেবঘন হয় এবং আবেগে ডুবে যেতে দেখা যায় অনেককেই। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা সন্তুষ্টি এবং মুক্তির একটা অনুভূতি। অবসর নেওয়াটা সহজাত একটা অনুভূতি এবং বেশ কিছুদিন ধরেই এটা আমার মাথায় ঘুরছিল। (ব্রিসবেন টেস্টের) চতুর্থ দিনে আমার মনে হয় এবং পরের দিনেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি।” আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএল খেলবেন অশ্বিন। চলতি বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here