প্রকাশিত ২০২৭ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ বিন্যাস। ভারতের সঙ্গে গ্রুপ সি’তে জায়গা করে নিল বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। আগামী বছরের মার্চ মাসে যোগ্যতা অর্জন পর্বের খেলা হবে। যেখানে নিজেদের ঘরের মাঠে ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।

সোমবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিন্যাস পর্ব সমাপ্ত হল। যেখানে মোট ২৪টি দলকে ভাগ করা হয়েছে ছয়টি গ্রুপে। ইতিমধ্যেই ১৮টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি ৬ দলকে খেলে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে হবে। গ্রুপের শীর্ষে থাকা দলই একমাত্র পরের পর্বে পৌঁছতে পারবে। আগামী বছরের ২৫ মার্চ থেকে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে খেলাগুলি সম্পন্ন হবে হোম-আওয়ে ফরম্যাটে। ভারতের জন্য এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা কিছুটা সহজ হতে চলেছে। কারণ, সাম্প্রতিক অতীতে এই তিন দলের মুখোমুখি হয়েছে মানালো মার্কুয়েজের দল। ভারতীয় দলের এই সূচি প্রকাশের পর কোচ মার্কুয়েজ বলেন, “আমরা কেন টুর্নামেন্টের মূল পর্বে খেলার অন্যতম দাবিদার সেটা আমাদের প্রমান করে দেখাতে হবে। গ্রুপগুলির মধ্যে প্রত্যেকটি দল গুরুত্বপূর্ণ। দলগুলো অনেক উন্নতি করেছে। তাই আমাদের কোনও ম্যাচ হালকাভাবে নিলে হবে না। আমাদের হাতে ছ’টা ম্যাচ রয়েছে। প্রত্যেকটা ম্যাচ জিতে পরের পর্বে কোয়ালিফাই করতে হবে আমাদের।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here