ফের খেলোয়াড়দের উপর যৌন হেনস্থার অভিযোগ। এক মহিলা ভারোত্তোলক অভিযোগ করেছেন। রাজ্য সংস্থার এক প্রাক্তন কর্তা তাঁকে নিগ্রহ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ।

বিহার ভারোত্তোলন সংস্থার এক প্রাক্তন কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক মহিলা ক্রীড়াবিদ। তাঁর অভিযোগ, শনিবার বেলা ১টা নাগাদ পটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছিলেন তিনি। সেই সময় ওই প্রাক্তন কর্তা সেখানে আসেন। তাঁকে কাজের অছিলায় একটি ঘরে ডেকে পাঠান। সেখানে ওই ভারোত্তোলকের যৌন নিগ্রহ করার চেষ্টা করেন তিনি। কোনও রকমে সেখান থেকে বেরিয়ে যান ওই ভারোত্তোলক। কঙ্করবাগ থানায় ওই আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। সেখানকার স্টেশন হাউস অফিসার নীরজ কুমার ঠাকুর সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “নির্যাতিতার বয়ান আমরা রেকর্ড করেছি। তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। এর আগে কুস্তিগিরদের সঙ্গে এমন ঘটনা ঘটায় ধর্ণায় বসেছিলেন দেশের তারকারা কুস্তিগিররা। জাতীয় সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন কয়েক জন মহিলা কুস্তিগির। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে যন্তর মন্তরে ধর্না দেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের মতো কুস্তিগিররা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারোত্তোলনে এই অভিযোগ উঠল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here