১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

তার আগে ভোটমুখী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, গত বাজেটে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। মহিলাদের জন্য সামাজিক সুরক্ষার এই প্রকল্পের আওতায় ৫০০ টাকার পরিবর্তে ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছিল। যাঁরা আগে ১,০০০ টাকা পেতেন, তাঁদের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করে ১,২০০ টাকা করা হয়েছিল।

এ বারের বাজেটে এই প্রকল্পের ভাতা আরও বাড়তে পারে বলে জল্পনা রয়েছে। সূত্রের খবর ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ ও ১৭০০ টাকা করা হতে পারে লক্ষ্মীর ভান্ডারের অনুদান। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়তে পারে ১০০০ টাকা এবং রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা অর্থাৎ ডিএ বাড়তে পারে ৪ শতাংশ। পাশাপাশি, বিধানসভা ভোটের আগে একাধিক নতুন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা হতে পারে।

কেন্দ্রীয় বাজেটের দিকেও নজর: ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তৃতীয় মেয়াদের এটি হবে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় বাজেটের প্রভাব রাজ্যের অর্থনীতির উপরেও পড়বে। তাই কেন্দ্রের বাজেট ঘোষণার পর রাজ্যের বাজেট কেমন হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে আমজনতার।

বাজেটের আগে গুরুত্বপূর্ণ বৈঠক: নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারির বাজেট পেশের আগে আরও এক দফা বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। ৪ ফেব্রুয়ারি সেই বৈঠক হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সেখানে বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ভোটমুখী বাজেটে নজর নতুন প্রকল্পে: রাজ্য প্রশাসনের একাংশের মতে, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারের বাজেটে নতুন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের উপর জোর দেওয়া হতে পারে। একই সঙ্গে কৃষক, শ্রমিক এবং গৃহহীনদের জন্যও বিশেষ সুবিধার ঘোষণা হতে পারে।

রাজ্য বাজেট পেশের দিকে এখন সবার নজর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতা রাজ্যের আর্থিক দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here