ইস্টবেঙ্গল –মোহনবাগান বাংলার দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাব। ইলিশ-চিংড়ির মতোই বাঙ্গাল-ঘটি পরিবারে এ নিয়ে বিবাদ এক চিরন্তন সত্য। শনিবার আইএসএল-এর মেগা ডার্বি। এদিন বিকেলে আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। ১৯ অক্টোবর সন্ধ্যে ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে। ফলে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

যদিও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে মোহনবাগান। মহমেডান ম্যাচে তারা জয় পেয়েছে। ফলে ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মোহনবাগান।

তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে থেকে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড।

এদিকে ইস্টবেঙ্গল বেশ চাপেই রয়েছে। পরপর চার ম্যাচে হেরে তাঁরা যথেষ্ট ব্যাকফুটে। স্বভাবতই, ডার্বির আগে বেজায় চাপে লাল-হলুদ ব্রিগেড।

তাঁর মধ্যে আসন্ন বড় ম্যাচেও প্রতিবাদের ডাক দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। এমনিতেও এই প্রথম নয়। এর আগেই দুই দলের সমর্থকরা অভয়ার বিচারের দাবীতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। ডুরান্ড কাপের ডার্বি যেদিন বাতিল হয়ে যায়, সেদিন প্রতিবাদে নামেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। তাদের সঙ্গে ছিলেন মহমেডান সমর্থকরাও। সেই আগুনের রেশ এখনও কাটেনি, তা সকলেই জানেন।

এবার ফের প্রতিবাদের ডাক দিয়েছেন তাঁরা। ‘তিলোত্তমা’-র পাশে ময়দান সহ একাধিক সংগঠনের ডাকে এবার এই প্রতিবাদের ডাক দেওয়া হল। ম্যাচের দিন যুবভারতী ক্রীড়াঙ্গন সহ কাদাপাড়া, রুবি এবং বিল্ডিং মোড়ে এই কর্মসূচি হওয়ার কথা রয়েছে। দুই দলের সমর্থকরা দুই গ্যালারি থেকে মাথায় কালো কাপড় বেঁধে খেলা দেখবেন। তাই বলা যেতে পারে আরও একবার ইতিহাস তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here