মহাকুম্ভে রীতিমতো ভাইরাল হয়েছেন IIT Baba। আইআইটি বাবা আভে সিং ঝড় তুলেছেন  সোশ্যাল মিডিয়ায়।  তিনি এসেছিলেন কুম্ভ মেলায়। আভে সিং প্রাক্তন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে নিজেই জানিয়েছেন সেকথা।

এদিকে আভে সিংয়ের এই বর্তমান অবস্থানের কথা জানতে পেরেছেন তাঁর পরিবারের লোকজন। এনডিটিভিকে তাঁর বাবা করণ গ্রেওয়াল জানিয়েছেন আমাদের পরিবার চাইছে আভে যেন ফিরে আসে।

IIT Baba আভে সিংয়ের বাবা পেশায় আইনজীবী। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আভে চিরদিনই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন। আইআইটি বোম্বে থেকে পাশ করেছিলেন তিনি। এরপর ডিজাইনের উপর মাস্টার্স করেন। এরপর নিউ দিল্লি আর কানাডায় চাকরি করেছিলেন তিনি। এরপর তিনি কানাডা থেকে ফিরে এসে একাধিক আধ্যাত্মিক জায়গায় থাকা শুরু করেন। সিমলা, মুসৌরি, ধর্মশালাতে ছিলেন তিনি। এরপর তিনি সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন।

বাবা জানিয়েছেন, মাস ছয়েক আগে ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর আমায় ব্লক করে দিয়েছে। আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ। তিনি জানিয়েছেন, আমি জানতে পেরেছিলাম ছেলে হরিদ্বারে আছে। সেই মতো তার কাছে যেতে চেয়েছিলাম। কিন্তু পারিনি।

অবশ্যই চাইব ছেলে ঘরে ফিরে আসুক। তার মাও বলছে ছেলে ঘরে ফিরে আসুক। পরিবারের যত্ন নিক। কিন্তু সে বলছে সন্ন্যাসী হওয়ার পরে আর পরিবারে ফেরা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here